শরতের আকাশ জানান দিচ্ছে, দুর্গাপুজো আসছে । মাঝে মাঝে আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা থাকলেও, তার মধ্যে দিয়েই উঁকি দিচ্ছে শরতের নীল আকাশ । মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে সাদা পেজা তুলোর মতো মেঘ । পুজোর কেনাকাটাও চলছে জোরকদমে । অন্যদিকে, টিভির চ্যানেলগুলিও ইতিমধ্যেই মহালয়া-র প্রোমো প্রকাশ্যে এনেছে । স্টার জলসায় দুর্গা হচ্ছেন কোয়েল । আর জি বাংলার দুর্গা শুভশ্রী । স্টার জলসার মহালয়ার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে আগেই । এবার জি বাংলায় দুর্গারূপে সামনে এলেন শুভশ্রী । নায়িকাকে সঙ্গে দিলেন জি বাংলার ধারাবাহিকের অভিনেত্রীরা ।
জি বাংলায় এবার মহালয়ার অনুষ্ঠানের নাম 'নবরূপে দেবী দুর্গা' । অর্থাৎ দেবীর ৯টি রূপ দেখানো হবে মহালয়ার অনুষ্ঠানে । জি বাংলার প্রোমোতে দেখা গেল,লাল বেনারসি পরে মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রীকে । এরপরেই সামনে আসে দেবীর ৯ রূপ । সেখানেই দেখা যায়, জগদ্ধাত্রী, মধুবনী, শ্যামলী , পর্ণাদের ।
তারকাসুর বধ করার জন্য দেবী শৈলপুত্রী হিসেবে খুদে অভিনেত্রী আলোর কোলে-র পুপুল ওরফে ঋষিতা নন্দীকে দেখা গিয়েছে । দেবী ব্রহ্মচারিণী হিসেবে দেখা মিলল জগদ্ধাত্রী ধারাবাহিকের জ্যাস সান্যাল ওরফে অঙ্কিতা মল্লিকের । মধুবনী ওরফে মোহনা মাইতিকে দেখা গেল দেবী চন্দ্রঘণ্টা রূপে । এই তিন রূপই এখন প্রকাশ্যে এসেছে । এছাড়া বাকি ৬ রূপে পর্ণা ওরফে পল্লবী শর্মা, শ্যামলী ওরফে শ্বেতাদের দেখা যাবে । সকাল ৫টায় সম্প্রচারিত হবে মহালয়া ।
চলতি বছর যেমন স্টার জলসার দুর্গা হয়েছেন কোয়েল মল্লিক । সঙ্গে বিভিন্ন রূপে দেখা যাবে সন্দীপ্তা,মধুমিতা, সোনামণি সাহা , সুস্মিতাদের ।
উল্লেখ্য, টেলিভিশনের দুর্গা বললেই এখনও বাঙালির চোখে, স্মৃতিতে ভাসে একজনেরই নাম । তিনি সংযুক্তা বন্দ্যোপাধ্যায় । যথাসম্ভব টেলিভিশনের প্রথম দুর্গা । এরপর পর্দায় বিভিন্ন সময় দুর্গারূপে দেখা গিয়েছে ইন্দ্রানী হালদার, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়দেরও ।