‘পুজোর গন্ধ এসেছে’, আর কদিন বাদেই দেবীপক্ষের শুরু। অর্থাৎ মহালয়া। মহালয়ার সকালে বাঙালির ঘুম ভেঙে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনে। তারপর একে একে বিভিন্ন চ্যানেলে শুরু হয় মহিষাসুর মর্দিনী। কোন চ্যানেলে কে দুর্গা তা নিয়েও কৌতূহল থাকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলার মহালয়ার প্রোমো। এবারে এই অনুষ্ঠানের নাম ‘নবপত্রিকা’, অনুষ্ঠান জুড়ে কেবল চমক চমকই। এবছর এক ঝাঁক টিভি তারকাকে দেখা যাবে বিভিন্ন রূপে।
‘গৌরী এল’র গৌরী সাজবেন ব্রাহ্মণী, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে উমার রূপে ,মা কালিকার রূপে ‘রাঙা বৌ’ শ্রুতি দাস। দেবী কার্তিকী 'নিম ফুলের মধু'-র পর্ণা, শিবার রূপেশ্বেতা ভট্টাচার্য। রক্তদন্তিকা 'খেলনা বাড়ি'-র মিতুল, চামুণ্ডার রূপে ‘মুকুট’ , লক্ষ্মী সাজবেন ফুলকি, এবং সকলকে চমকে দিয়ে মহিষাসুর মর্দিনীর চরিত্রে সকলের প্রিয় জগদ্বাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। ইতিমধ্যেই প্রোমোতে প্রকাশ্যে এসেছে সকলের প্রথম ঝলক।
Jawan Box office Collection: দ্রুততম ২০০ কোটির ক্লাবে জওয়ান, বিদেশেও শাহরুখ-জ্বর
দেবাদিদেব মহাদেবের ভূমিকায় দেখা যাবে 'ফুলকি'-র রোহিত অর্থাৎ অভিষেক বসুকে।