বাংলা বিনোদন জগতে প্রথমবার কোনও রিয়েলিটি শো-এ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিদি নং ওয়ানের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে শ্যুটিং-এ উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
মুখ্যমন্ত্রীর সাথে প্রতিযোগী হিসাবে থাকছেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধুতি হোম চৌধুরীও। জ্যের ডিরেক্টর সিকিউরিটির তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় শ্যুটিং ফ্লোরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।
Raj Chakraborty: 'আমার সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান...' রাজের জন্মদিনে আদুরে পোস্ট 'বাবলি'র
উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যান রচনা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রচনা। সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই রিয়েলিটি শো-তে আসার জন্য প্রস্তাব দেন রচনা।