'ধুলোকণা' ধারাবাহিক শেষ হয়েছে দিন কয়েক হল। ধারাবাহিকে মা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ময়না মুখোপাধ্যায় এবং প্রীতি বিশ্বাস। ধারাবাহিকে প্রীতির অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। বিশেষভাবে সক্ষম মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর বন্ধ হয় ধারাবাহিক। এরমধ্যেই লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই স্টার জলসার পর্দায় শুরু হয় 'বালিঝড়'। 'ধুলোকণা' এবং 'খড়কুটো' ধারাবাহিকের অনেক কলাকুশলীদেরই এই ধারাবাহিকে ফিরিয়ে আনা হয়েছে৷ আর এই ধারাবাহিকেই মা - মেয়ে একে অপরের সতীন!
Mimi Chakraborty Birthday: পায়ের তলায় সর্ষে, জন্মদিনের সকালে প্যারিস থেকে 'গুড মর্নিং' বললেন মিমি
আজ্ঞে হ্যাঁ, 'ধুলোকণা' ধারাবাহিকে প্রীতি ময়নার পর্দার সমীকরণ 'বালিঝড়' ধারাবাহিকে সম্পূর্ণ আলাদা। ধারাবাহিকে ডাকসাইটে রাজনীতিকের চরিত্রে রয়েছেন অভিনেতা ভরত কল। তাঁর স্ত্রী ময়না মুখোপাধ্যায়, অন্যদিকে সমুদ্র সেন ওরফে ভরত কল ঘনিষ্ঠ পলি ম্যাডামের চরিত্রে দেখা যাচ্ছে প্রীতিকে।