তাঁর মুখের 'জয় গোপাল' সংলাপ সকলের মুখে মুখে ফেরে। সে যে শ্রী কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেকথাই আরও স্পষ্ট হল। ২৪ ফেব্রুয়ারী ছিল বাংলা টেলিভিশনের 'মিঠাই রানী' ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। সেই উপলক্ষেই দিন দুয়েকের ছুটি নিয়েছিলেন অভিনেত্রী। জন্মদিনে তাই কৃষ্ণধাম বৃন্দাবনে সপরিবারে উড়ে গেলেন সৌমিতৃষা।
শ্রীকৃষ্ণের ধামে পৌঁছে কেক কাটলেন মিঠাই৷ সাজলেন কৃষ্ণের রূপেও। হাতে বাঁশি, পরনে হলুদ সালোয়ার, কপালে তিলক। মিঠাই রানি যেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। সবাইকে ভাল এবং সুস্থ রাখার প্রার্থনা তাঁর। গোরু জড়িয়ে আদুরে পোস্ট ও করতে দেখা গিয়েছে মিঠাই রানিকে৷