দীর্ঘদিন দর্শকদের ড্রয়িংরুমে রাজ করেছে ‘মিঠাইরাণী’। কিন্তু এই মুহূর্তে বেজায় মনখারাপ মিঠাইপ্রেমীদের। একদিকে বেজে গিয়েছে ধারাবাহিকের বিদায়ঘণ্টা, অন্যদিকে ‘মনোহরা’র সেট ও ভেঙে দেওয়া হয়েছে। এরমধ্যেই আবার দুঃসংবাদ। টলিপাড়ায় খবর, মিঠাই ওরফে সৌমিতৃষা শরীরটাও নাকি ভাল না। শুটিং থেকে তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে নায়িকাকে।
Weather Update-Mocha: মোকার প্রভাব বঙ্গে নেই, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা
সৌমিতৃষা জানান , একটানা শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর পিঠে ব্যথা ,নতুন সেটে ওঠানামা করতে হয়েছে বহুবার। সিঁড়ি ভাঙতে হচ্ছে। তাই জন্য ব্যথা খানিকটা বেড়েছে। তিনি আরও জানান ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শ্যুটিং করতে গিয়েই আরও বেড়েছে অসুস্থতা। আসলে 'শ্রী ভারতলক্ষ্মী' স্টুডিয়োর মনোহরা সেট ছাড়তে হয়েছে মিঠাই পরিবারকে।