'মিঠাই' (Mithai) ধারাবাহিকে নিপা-রুদ্রর প্রেম পরিণতি পেয়েছে । অনেক কাঠখড় পুড়িয়ে চার হাত এক হয়েছে । সবই 'হল্লা পার্টি'-র কামাল । পর্দায় তো নিপার প্রেম পরিণতি পেল, আর বাস্তবে ? সম্প্রতি শোনা গেল, মন ভেঙেছে ঐন্দ্রিলার (Oindrila Saha) । প্রেমিক স্নেহাশিস হালদারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়েছে । এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ।
নিপা ওরফে ঐন্দ্রিলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিঙ্গলহুড চুটিয়ে এনজয় করছেন তিনি । পর্দায় রুদ্রদার সঙ্গে নিপার রসায়ন জমে ক্ষীর । তারই কি কোনও প্রভাব পড়েছে ঐন্দ্রিলার প্রেমজীবনে ? ঐন্দ্রিলায় সাফ জবাব, ‘সম্পর্কে বোঝাপড়া কমে আসছিল। তাই বাধ্য হয়ে সরে এসেছি। এর সঙ্গে ফাহিম কোনওভাবেই জড়িত নন । বাস্তবে ফাহিম তাঁর দাদার মতো ।' আপাতত কেরিয়ারেই মন দিতে চাইছেন ঐন্দ্রিলা ।
আরও পড়ুন, Arpita Mukherjee: নাম এক হওয়াই কাল! নেটিজেনদের রোষের মুখে সঙ্গীতশিল্পী অর্পিতা মুখোপাধ্যায়
ছোট বয়স থেকেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা । 'ডান্স বাংলা ডান্স জুনিয়ার' দিয়ে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার শুরু । 'দেবীপক্ষ' সিরিয়ালের শুটিং চলাকালীন প্রেমে পড়েছিলেন ঐন্দ্রিলা । বরাবরই সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন তিনি ।