তারকাদের ঘর ভাঙা গড়া লেগেই রয়েছে। তবুও কে কাকে মন দিলেন তা নিয়েও অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই৷ এবার শিরোনামে অভিনেত্রী অনন্যা গুহ৷ সহজ করে বলতে গেলে মিঠাইয়ের পিঙ্কিজি বা 'কৃষ্ণকলি'র কৃষ্ণা নাকি হাবুডুবু খাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটার সুকান্ত কুণ্ডুর প্রেমে। পার্টি থেকে উৎসব, জন্মদিন থেকে ঘুরতে যাওয়া সর্বক্ষেত্রেই দুই জনকে দেখা যায় একসঙ্গে।
Jibon Krishna Saha: উদ্ধার জীবনের 'অমূল্য রতন', CBI এর থেকে পুরস্কার চাইলেন কে?
প্রথমে 'জাস্ট ফ্রেন্ড' বলে প্রেম ধামাচাপা দিতে চাইলেও, এখন তাঁদের সম্পর্ক খুল্লামখুল্লা। সম্প্রতি প্রেমে শিলমোহর দিয়েছেন তাঁরা। একের পর এক রোমান্টিক, মজার মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন জুটিতে। আর মুহূর্তে সেসবে চোখ জোড়ায় অনুরাগীদের। এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছেন অনন্যা। দুই পরিবারই জানে অনন্যা-সুকান্তর লভ স্টোরি।