গত বেশ কয়েক সপ্তাহ ধরেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই জনপ্রিয় মেগা সিরিয়াল 'মিঠাই' ও 'গাঁটছড়া'র মধ্যে। কিন্তু সামান্য ব্যবধানেই বারবার প্রথম স্থান হাতছাড়া হচ্ছিল মিঠাইয়ের। 'গাঁটছড়া' শুরু হওয়ার আগে শীর্ষে থাকলেও 'মিঠাই' জায়গা পাচ্ছিল কখন দ্বিতীয় কখনও বা তৃতীয় স্থানে। তবে গত কয়েকটি পর্ব যে দর্শক পছন্দ করছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। তারই প্রতিফলনে এই সপ্তাহের ফলাফলে। সেরা ধারাবাহিক 'মিঠাই'।
দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া। মিঠাইয়ের থেকে এই ধারাবাহিকের ব্যবধান প্রায় অনেকটাই। তবে চমক রয়েছে তৃতীয় স্থানে। মাত্র ০.১ নম্বর কম পেয়ে 'মনফাগুন' রয়েছে তৃতীয় স্থানে। বিগত কয়েকটি সপ্তাহে সে অর্থে ভাল টিআরপি ছিল না মনফাগুনের। এমনকি শোনা গিয়েছিল বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকও।
গত সপ্তাহেই এক লাফে অনেকটা নম্বর বেড়েছিল। এবার ‘গাঁটছড়া’কে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল মিঠাই। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নিজের পুরোনো সিংহাসন ফিরে পেল মোদক পরিবার। ৮.৪ নম্বর নিয়ে এই সপ্তাহে এই সপ্তাহে বেঙ্গল টপার মিঠাই। এক ধাক্কায় নম্বর অনেকটা কমেছে খড়ি-ঋদ্ধির। মাত্র ৭.৭ রেটিং পয়েন্ট এই সপ্তাহে ‘গাঁটছড়া’র দখলে। দ্বিতীয়স্থানেই সন্তুষ্ট থাকতে হল এই টিমকে।