দীর্ঘ দু'বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় চলছে 'মিঠাই'। একসময় TRP তালিকাতে রাজ করলেও এখন এই ধারাবাহিকের জনপ্রিয়তায় বেশ খানিক ভাটা পড়েছে। কেউ কেউ বলছেন, মিঠাইকে মেরে মিঠির এন্ট্রি এক্কেবারে ডাহা ফেল করেছে। এর স্পষ্ট ছাপ পড়েছিল TRP রেটিং-এও। ১০ থেকে বাদ পড়েছিল মিঠাই। এবার প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে ধারাবাহিকে ফিরছে মিঠাই। পুরোনো ঢঙে, পুরোনো বেশেই।
Bomb Blast Imphal: সানি লিওনের অনুষ্ঠানের আগে বোমা বিস্ফোরণ মণিপুরের ইম্ফলে
নতুন প্রোমোতে দেখা গেল জখম সিদ্ধার্থ মোদককে। গাড়ি থেকে কোনওক্রমে নামে সে। তার কাছে সেই সময় জল নিয়ে এগিয়ে আসে এক পুচকে মেয়ে। নাম তার মিষ্টি। তাঁকে খুঁজতে খানিক বাদেই হ্যারিকেন নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মিঠাইকে। এই দৃশ্য দেখে চোখ ছানাবড়া উচ্ছে বাবুর। প্রোমো নিয়ে চলছে বেজায় চর্চা।