স্লট পরিবর্তন, ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে ২ বছর পরেও অব্যাহত 'মিঠাই' ম্যাজিক। শোনা গিয়েছিল এপ্রিলেই শেষ হবে মিঠাই। কিন্তু ধারাবাহিকের প্লটে দেখা যাচ্ছে একেরপর এক নতুনত্ব। মিঠাইকে উচ্ছেবাবুর কাছে ফিরিয়ে দিয়েছে মিঠি। এবার দেখানো হবে 'মিঠির মহাবিবাহ' সপ্তাহ। সামনে এসেছে এমনই এক প্রোমো, যেখানে মন্ডপ থেকে মিঠিকে তুলে নিয়ে যাওয়া হয়৷ অটো নিয়ে মণ্ডপে ‘ডাকু’ সিদ্ধার্থ আর 'পুরোহিত' মিঠাই হাজির হয়৷ মিঠির অন্য বরের সঙ্গে বিয়ে দিতেই এই ফন্দি৷
Uttara Baokar Passes away: ক্যানসারের কাছে হার মানল জীবন, ৭৯ বছরে প্রয়াত অভিনেত্রী উত্তরা বাওকর
হল্লা পার্টির রাজীবের মুখে শোনা যায়, এই বিয়েতে ঘটবে অভূতপূর্ব ঘটনা। সিদ্ধার্থের হুঁশিয়ারি, ‘তৈয়ার রহনেকা বে’। সবার ধারণা ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে হতে পারে মিঠির। এই সপ্তাহেও ‘বালিঝড়’কে হেলায় হারিয়ে স্লট লিডার ‘মিঠাই’। মিঠাইয়ের রেটিং ৪.৯