দীর্ঘ ১০ বছরের বিরতি । আবারও নাচের মঞ্চে ফিরছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । ১০ বছরের মধ্যে একাধিক সিজন এসেছে 'ডান্স বাংলা ডান্স'-এর (Dance Bangla Dance) । কিন্তু, মহাগুরুর আসনে ছিলেন না মিঠুন । তবে, আবারও সেই আসনে দেখা যাবে ডিসকো ডান্সারকে । বলতে শোনা যাবে, 'ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত'।
সদ্য চ্যানেলের তরফ থেকে 'ডান্স বাংলা ডান্স'-এর একটি প্রোমো শেয়ার করা হয়েছে । সেখানে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে । নাচের মঞ্চে ফের 'মহাগুরু'হিসেবে ফিরে আসার কথা জানিয়েছেন মিঠুন নিজেই । তবে কবে থেকে এই শো সম্প্রচারিত হবে জানা যায়নি । উল্লেখ্য, এই মুহূর্তে'সা রে গা মা পা' -এ টপ এইটের প্রতিযোগিতা চলছে । এই গানের শো শেষ হলেই 'ডান্স বাংলা ডান্স'শুরু হবে বলে মনে করা হচ্ছে । তাই মিঠুনকে 'মহাগুরু' হিসেবে ফের দেখার জন্য আরও কিছু অপেক্ষা করতে হবে ।
আরও পড়ুন, Dev : 'বাঘাযতীন'-এ দেবের বিপরীতে নতুন মুখ, নায়িকা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী !
সম্প্রতি, মিঠুন চক্রবর্তীর 'প্রজাপতি' মুক্তি পেয়েছে । ৩ সপ্তাহ পরেও বক্স অফিসে রমরমিয়ে চলছে 'প্রজাপতি'। ইতিমধ্যেই একাধিক রেকর্ড ভেঙে ফেলেছে তাঁর সিনেমা । তবে, এই সিনেমায় মিঠুনের অভিনয় নিয়ে কম বিতর্ক হয়নি । সেসব কিছুর ঊর্ধ্বে দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিনেমা ।