‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না… দুজনে ভাগ করে খাওয়া হবে না একজনের জন্য বানানো গ্রীনটি’ -বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ‘যাপন’ ভাঙার কথা জানিয়ে লম্বা পোস্ট করলেন অভিনেত্রী নবনীতা দাস। সমস্ত বিতর্কে জল ঢাললেন নবনীতা। অভিনেত্রী সিলমোহর দিলেন অভিনেতা জিতু কামালের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের খবরে। শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন তাঁরা। এবার পাকাপাকিভাবে আলাদাই থাকবেন, আইনি প্রক্রিয়াও এগিয়ে গিয়েছে অনেকটাই।
নিজেদের সুসময়ের ছবি শেয়ার করে ,এদিন নবনীতা লিখলেন, ‘তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো,গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম।’
শেষে তিনি জানান, 'এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভাল থেকো জিতু’।