'দাদাগিরি'-তে আসছে মিঠিঝোরা ধারাবাহিকের কলাকুশলীরা । ইতিমধ্যে তার প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে জি বাংলা । এর আগে ধারাবাহিকে রাইয়ের মেজো বোন নীলুকে প্রশ্ন করতে শোনা গিয়েছিল সৌরভকে । এবার বাদ গেলে না রাইও ওরফে আরাত্রিকা দে-ও । মেয়ে সানা-র বিদেশে থাকা নিয়ে প্রশ্ন করলেন সৌরভকে । তবে, সৌরভের জবাবে হেসেই কুটোপাটি হলেন মিঠিঝোরা-র সদস্যরা ।
পড়াশোনার জন্য লন্ডনে থাকেন সানা, এখবর সকলেরই জানা । প্রোমোতে সেই বিষয়ে প্রশ্ন করতে শোনা যায় আরাত্রিকাকে । তিনি দাদা-কে জিজ্ঞেস করেন, সৌরভকে ছা়ড়া, সানা এতটা দূরে থাকে, তাহলে তিনি কীভাবে মেয়ের খেয়াল রাখেন বা কীভাবে সবটা ম্যানেজ করেন ? জবাবা সৌরভকে মজা করেই বলতে শোনা যায়, 'বাবাকে খোঁজ নিতে হয়। ভাবে বাবা কিছু জানে না। বাবার কোনায় কোনায় লোক লাগানো আছে।' পরে সৌরভের আরও একটা কথা মন ছুঁয়ে যায় । তিনি বলেন,'তবে এই সম্পর্কের থেকে ভালো কিছুই হতে পারে না। শেষ পর্যন্ত গিয়ে এটাই থেকে যাবে।'
সানার পড়াশোনা ইংল্যান্ডেই। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন। চাকরিও পেয়েছেন । সদ্যই মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সেখান থেকে ফিরেই সানা-র চাকরি পাওয়ার খবর শেয়ার করেন । আগে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করতেন সানা । এবার 'ইনোভারভি' সংস্থায় স্থায়ী চাকরি পেয়েছেন তিনি।