বাংলার এখন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় । সেক্ষেত্রে বাংলার জন্য কী করতে চান দাদা ? সম্প্রতি, মিঠিঝোরা-র নীলু ওরফে অভিনেত্রী দেবাদৃতা বসু এই প্রশ্নটাই ছুঁড়ে দিয়েছিলেন সৌরভের দিকে । দাদা সেই প্রশ্নের শেষপর্যন্ত কী উত্তর দিল জানেন ?
সৌরভ জানালেন, তিনি চান বাংলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হোক । সম্প্রতি, দাদাগিরিতে আসবে 'মিঠিঝোরা' ধারাবাহিকের কলাকুশলীরা । সেই এপিসোডের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরের মনের কথা জানতে পারবেন বাংলার মানুষ । এপিসোডের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । চলতি সপ্তাহেই শনি বা রবিবার এপিসোডটি সম্প্রচারিত হবে ।