টিআরপি তালিকার টপার । প্রথম স্থান থেকে কোনওভাবেই হঠানো যাচ্ছে না জ্যাস সান্যালকে । ধারবাহিকে একের পর এক চমক, তাই ৭টার স্লটেই চোখ আটকে দর্শকদের । এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এল । যেখানে দেখা গেল, সোয়্যাগের সঙ্গে কামব্যাক হচ্ছে জ্যাস সান্যাল ও কৌশিকীর । যা গল্পে নতুন মোড় এনে দিয়েছে ।
প্রোমোতে দেখা যাচ্ছে, মুখার্জি পরিবারের খুশির হাওয়া । ব্যবসার সর্বেসর্বা হচ্ছে উৎসব ও মেহেন্দি । অফিসে হচ্ছে সেলিব্রেশন । কিন্তু, কৌশিকীর চেয়ারে যখন মেহেন্দি বসতে যাবে, ঠিক তখনই এল জোড়া চমক । আড়াল থেকে অবশেষে সামনে এল জগদ্ধাত্রী ও কৌশিকী । আর তাতেই গল্পের মোড় ঘুরে যাবে সম্পূর্ণ ।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে লুকিয়ে রয়েছে কৌশিকী । আর ওইদিকে সমাজের কাছে নিজেকে মৃত বলে রটিয়েছে জগদ্ধাত্রী । কে বা কারা তাদের খুন করতে ও কিডন্যাপ করতে চেয়েছিল, তার তদন্তের স্বার্থেই আড়ালেই নানারকম প্ল্যানিং করছেন কৌশিকী ও জগদ্ধাত্রী । অন্যদিকে, ব্যবসার সর্বেসর্বা হয়ে ওঠার চেষ্টা করছে উৎসব ও মেহেন্দি । কিন্তু, সময়েই খেলা ঘুরিয়ে দেবে জগদ্ধাত্রী ও কৌশিকী ।