কার কাছে মনের কথা ধারাবাহিকে নয়া মোড় । সম্প্রতি, প্রোমোতে দেখানো হল, ডিভোর্স হয়ে যাচ্ছে শিমূলের । কিন্তু, তারপরেও শ্বশুরবাড়িতেই কেন ফিরল সে ? শিমূল কি এবার নিজের হাতে পরাগের আবার বিয়ে দেবে ? নতুন প্রোমোতে সেরকমই ইঙ্গিত মিলেছে ।
পরাগের সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে শিমূল । শতদ্রূর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চায় সে । কিন্তু ডিভোর্স না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে । তবে, খুব শীঘ্রই শিমূলের সঙ্গে পরাগের ডিভোর্স হবে । নয়া প্রোমোতে দেখা গেল, ডিভোর্স হয়ে গিয়েছে শিমূলের । কিন্তু, সে জানায়, এখনই শ্বশুরবাড়ি থেকে কোথাও বেরোবে না সে । এরপরই ঠাকুরঘর থেকে সিঁদুরের কৌটো এনে পরাগের হাতে দিয়ে প্রিয়াকে সিঁদুর পরিয়ে বিয়ে করতে বলে সে । সত্যিই কি বিয়ে করবে পরাগ ? আগামী পর্বগুলোতেই তার উত্তর মিলবে ।