'খেলনা বাড়ি' ধারাবাহিকে (Tele Serial Khelnabari ) আবারও বিয়ের তোরজোর । শুভ দাদার পর এবার পালা গুগলির । ধূমধাম করেই একমাত্র মেয়ে গুগলির বিয়ে দেবে মিতুল । কিন্তু, এই বিয়েটাই যে গুগলির জীবনে বড় কাল হয়ে দাঁড়াতে চলেছে, তা কে জানত । ধারাবাহিকের নতুন প্রোমো-তে মিলল সেই ইঙ্গিত । প্রোমো-কে (New Promo of Tele Serial Khelnabari) কেন্দ্র করে উত্তেজনার পারদ বাড়ছে দর্শকদের মধ্যেও ।
প্রোমোতে দেখা যাচ্ছে, বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছে গুগলি । মিতুল ঠাকুরের কাছে প্রার্থনা করছে, তাঁর মেয়ে যেন ভাল থাকে তাঁর শ্বশুরবাড়িতে । নতুন জীবন যেন সুখের হয় । ওইদিকে দেখা যাচ্ছে, শ্বশুরবাড়ি পৌঁছতেই গুগলিকে বরণ করে নিচ্ছে তার শাশুড়ি । কিন্তু, তার চোখের দৃষ্টিতে রয়েছে ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত ।
শুধু শাশুড়ি নয়, শ্বশুরবাড়ির বাকি সবাই কেমন যেন সন্দেহজনক । ব্যাকগ্রাউন্ডে বাজছে একটা ছড়া । সেখানে শ্বশুরবাড়ি-কে বলা হচ্ছে 'যমের দুয়ার' । তাহলে সত্যিই কি বিয়ে করে যমের দুয়ারে পা দিয়েছে গুগলি ? ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তার সঙ্গে । সব প্রশ্নের উত্তর পেতে আগামী পর্বগুলির জন্য অপেক্ষা করতে হবে ।
আরও পড়ুন, Tele Serial TRP : চলতি সপ্তাহের টিআরপিতে একাধিক রদবদল, প্রথম স্থান হাতছাড়া সূর্য-দীপার !
'খেলনা বাড়ি' ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, বহু বছর বাদে নিজের ছেলে আদর-কে ফিরে পেয়েছে মিতুল । শিবা-ই যে আদর, তা জেনে গিয়েছে লাহিড়ি পরিবার । কিন্তু , এদিকে, ভয়ঙ্কর খেলা খেলছে অনামিকা । তার ছেলে বিট্টুকে জেরা করে অলোকা জানতে পেরেছে অনামিকার নাম, যে মিতুলের, শিবার ক্ষতি করতে চাইছে । কিন্তু, পুলিশ পৌঁছনোর আগেই বৃদ্ধার ছদ্মবেশে পালিয়ে গিয়েছে অনামিকা ।
আদরকে কিডন্যাপের পিছনেও যে অনামিকাই ছিল, তা জানতে পেরে গিয়েছে মিতুল । শেষ পর্যন্ত কি পুলিশের জালে ধরা পড়বে অনামিকা ? তা জানতে চোখ রাখুন খেলনা বাড়ি-র আগামী পর্বগুলিতে ।