'মিলি'-র কিডন্যাপিংয়ের জন্য দায়ী নয় অর্জুন । সব প্ল্যান নাকি ছিল মিলির । ধারাবাহিকের নয়া প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে । কিন্তু কেন এত বড় মিথ্যে বলল মিলি, অর্জুনকে বাঁচাতেই কি বড় পদক্ষেপ ?
ধারাবাহিকের প্রোমোতে দেখা গেল, জেলের ভিতর অত্যাচার করা হচ্ছে অর্জুনকে । বারবার চিৎকার করে অর্জুনকে নির্দোষ দাবি করে মিলি, ছেড়ে দেওয়ার অনুরোধ করে । কিন্তু, কেউ তার কথায় কান দেয়নি । অর্জুনের মা দোষ দিচ্ছে মিলিকেই । এরপর মিলি শপথ নেয়, অর্জুনকে সে ফিরিয়ে দেবেই তার মায়ের কাছে । এরপরই সাংবাদিক বৈঠক করে সব দোষ নিজের ঘাড়ে নেয় মিলি । জানায়, কিডন্যাপিংয়ের প্ল্যান তারই ছিল । মিলির এই স্টেটমেন্টের পর কি ছাড়া পাবে অর্জুন ? সত্যিটা কি আদৌ বাইরে আসবে? কোন দিকে মোড় নেবে তাঁদের গল্প, তার জন্য অপেক্ষা করতে হবে আগামীর পর্বের ।
ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টিআরপি তালিকায় পা জমাতে পারেনি মিলি । আলতা ফড়িং-এর পর দ্বিতীয় ধারাবাহিক খেয়ালির । অন্যদিকে অর্জুনের ভূমিকায় দেখা যাচ্ছে অনুভব কাঞ্জিলালকে ।