'নিম ফুলের মধু' ধারাবাহিকে নয়া মোড় । ফের বিয়ে করছে পর্ণা-সৃজন । কিন্তু আলাদা আলাদা । ছাদনাতলা এক, কিন্তু পর্ণার বিয়ে হবে অন্য পাত্রের সঙ্গে, আর সৃজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে অন্য পাত্রী । তাহলে কি দু'জনের সম্পর্ক একেবারেই ভেঙে যাবে ? ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ।
ধারাবাহিকের প্রোমোতে দেখা গেল, সৃজন ইশার সঙ্গে আর পর্ণা অন্য একটি ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে । এরই মধ্যে চলে আসে সিঁদুর পরানোর মুহূর্ত । সৃজনকে নিজের কাছে ফিরিয়ে আনতেই বিয়ের ফন্দি এঁটেছিল পর্ণা । কিন্তু শেষপর্যন্ত কি হেরে যাবে সে ? সৃজন কি সিঁদুর পরিয়ে দেবে এষাকে ? প্রোমো দেখার পর থেকেই এমনই হাজার প্রশ্ন উঠছে দর্শকদের মনে ।
ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে,সৃজন-পর্ণার ডিভোর্স হয়ে গিয়েছে । কিন্তু, পর্ণা কোনওভাবেই তা মেনে নিতে পারছে না । সৃজনও পরিস্থিতির চাপে পড়ে পর্ণাকে ডিভোর্স । আর তা বুঝতে পেরে পর্ণা নতুন প্ল্যান করে । সে জানায়, আবারও অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করবে সে । ওদিকে, এষার সঙ্গে সৃজনের বিয়ে দিতেও উঠে পড়ে লেগেছে বাড়ির মেজ বউ । কিন্তু, শেষপর্যন্ত পর্ণা কি পারবে সৃজনকে নিজের কাছে ফিরিয়ে আনতে ? নাকি দু'জনের সম্পর্কে ভেঙে যাবে চিরদিনের মতো ? আগামী পর্বগুলোতেই তার উত্তর মিলবে ।