মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা । মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনেই ঘুম ভাঙে বাঙালির । বছরের পর বছর ধরে সেই ধারাই বজায় রেখেথছে বাঙালি । তবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন টিভিতেও মহালয়া দেখছেন আট থেকে আশি । দূরদর্শন দিয়ে শুরু । আর এখন চ্যানেলের সংখ্যা বেড়েছে । কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন, প্রত্যেক বারই এই নিয়ে দর্শকদের কৌতূহল থাকে তুঙ্গে । চলতি বছর মহালয়া পড়েছে ২ অক্টোবর । কোন চ্যানেলে কে মহিষাসুরমর্দিনী হচ্ছেন, ইতিমধ্যেই তা প্রকাশ্যে এসেছে । স্টার জলসায় কোয়েল, আর জি বাংলায় শুভশ্রী । তবে, জানেন কি দেবীরূপে নজর কাড়বেন ফুলকি, পর্ণা ও শ্যামলীরাও ? কোথায়, কোন চ্যানেলে তাঁদের দেখা যাবে জেনে নিন
ছোটপর্দার তিন নায়িকাকেই জি বাংলার 'নবরূপে দেবী দুর্গা' অনুষ্ঠানে দেখা যাবে । কিন্তু, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, জি বাংলার দুর্গা শুভশ্রী, তাহলে সেখানে ছোটপর্দার নায়িকারা কী করছেন ? আসলে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে এবার দেবীর ৯টি রূপ দেখা যাবে । সেই নয় রূপের মধ্যে দেবীর তিন রূপকে পর্দায় ফুটিয়ে তুলবেন ফুলকি ওরফে দিব্যাণী মণ্ডল, পর্ণা ওরফে পল্লবী শর্মা ও শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য ।
জি বাংলার তরফে মহালয়ার আরও একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে প্রথমেই হলুদ শাড়িতে দেবীরূপে ধরা দিয়েছেন দিব্যাণী । বিশ্ব ব্রহ্মান্ডের সৃষ্টিকারিণী দেবী কুশমাণ্ডা রূপে দেখা যাবে তাঁকে । এরপরেই শ্বেতা এলেন স্কন্দমাতারূপে । অসুর বিনাশের প্রশিক্ষণ দিয়েছেন দেবীর এই রূপ । যার বরে গোপিনীরা শ্রীকৃষ্ণকে পেয়েছেন, সেই কাত্যায়ণী রূপে নজর কাড়বেন পল্লবী শর্মা ।
এর আগে ধারাবাহিকের একটি প্রোমোতে জ্যাস, মধুবনীদের লুক প্রকাশ্যে এসেছিল । তারকাসুর বধ করার জন্য দেবী শৈলপুত্রী হিসেবে খুদে অভিনেত্রী আলোর কোলে-র পুপুল ওরফে ঋষিতা নন্দীকে দেখা গিয়েছে । দেবী ব্রহ্মচারিণী হিসেবে দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের জ্যাস সান্যাল ওরফে অঙ্কিতা মল্লিককে। মধুবনী ওরফে মোহনা মাইতিকে দেখা যাবে দেবী চন্দ্রঘণ্টা রূপে ।
চলতি বছর যেমন স্টার জলসার দুর্গা হয়েছেন কোয়েল মল্লিক । সঙ্গে বিভিন্ন রূপে দেখা যাবে সন্দীপ্তা,মধুমিতা, সোনামণি সাহা , সুস্মিতাদের ।
উল্লেখ্য, টেলিভিশনের দুর্গা বললেই এখনও বাঙালির চোখে, স্মৃতিতে ভাসে একজনেরই নাম । তিনি সংযুক্তা বন্দ্যোপাধ্যায় । যথাসম্ভব টেলিভিশনের প্রথম দুর্গা । এরপর পর্দায় বিভিন্ন সময় দুর্গারূপে দেখা গিয়েছে ইন্দ্রানী হালদার, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়দের ।