স্টার জলসার নতুন ধারবাহিক (Tele Serial) 'লাভ বিয়ে আজকাল'-এর (Love Biye Ajkal) প্রোমো আগেই প্রকাশ্যে এসেছিল । এবার জানা গেল সম্প্রচারের দিন । চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২৮ অগাস্ট থেকে সোম থেকে রবি রাত সাড়ে ৮টার সময় দেখা যাবে ধারাবাহিকটি । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ওম সাহানি । বহুদিন পর আবার তাঁকে দেখা যাবে ছোটপর্দায় । ধারাবাহিকে মৌমিতা সরকারের সঙ্গে জুটি বাঁধবেন ওম ।
সিরিয়ালের চরিত্রের নামেও রয়েছে ওম । ওমপ্রকাশ ঘোষ। একজন দাম্ভিক মানুষ, প্রচুর টাকা-পয়সা । তিনি একটি বারের মালিক । তিনি মনে করেন টাকা দিয়েই সব জয় করা যায় । বিয়েওটাও হবে সেই টাকার বিনিময়ে । শ্রাবণ নামে একটি মেয়ে খুব ভাল গান গায় । ওমপ্রকাশের বারেও গান গায় সে । কিন্তু, ওমপ্রকাশ চায় যে তার বারেই বেশি সময়ের জন্য গান গাইবে মেয়েটি । ভাল অফার করেন । কনট্র্যাকচুয়াল ম্যারেজের প্রস্তাব দেন । অন্যদিকে, টাকার প্রয়োজন শ্রাবণের । তাই বাধ্য হয়েছে চুক্তিবদ্ধ বিয়েতে রাজি হয়ে যায় শ্রাবণ । শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন মৌমিতা । ইন্ডাস্ট্রিতে নতুন মুখ মৌমিতা ।
প্রোমোর শেষে দেখা যায়, ওমপ্রকাশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 'নো লাভ' । অর্থাৎ কনট্র্যাক্টচুয়াল বিয়েতে ভালবাসার কোনও জায়গা নেই । শ্রাবণও জানায়, প্রেমে পড়া বারণ । কিন্তু, কনট্র্যাক্টের বিয়েই কি একসময় তাঁদের কাছাকাছি আনবে ? জন্ম নেবে ভালবাসা ? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২৮ অগাস্টের পর থেকেই ।
যিশু-নীলাঞ্জনার প্রযোজনায় আরও একটি ধারাবাহিক । এর আগে বাংলার দর্শকদের ঝুমুর, হরগৌরী পাইস হোটেল দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা । এবার নতুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের ভালবাসা তাঁরা আদায় করে নিতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় সকলে ।