বিভিন্ন সিরিয়াল নিয়ে চ্যানেল গুলির মধ্যে রেষারেষি চলতেই থাকে। দর্শকদের টিভির সামনে বসিয়ে রাখতে নিত্য নতুন বিষয়ের উপর ধারাবাহিক আনছেন নির্মাতারা৷ স্টার জলসা, জি বাংলার সঙ্গে পাল্লা দিতে এবার ছক ভাঙা গল্প নিয়ে কালার্স বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রাম কৃষ্ণা' (Ram Krishna)। ধারাবাহিকের নায়ক কলি যুগের 'রাম'। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তাঁর আয়ত্তে। কিন্তু সবেতে অলরাউন্ডার হলেও প্রেমে রাম 'নৈব নৈব চ'। প্রোমোতে ইঙ্গিত 'রাম পাক্কা ব্রহ্মচারী, নিষ্ঠাবান পূজারী সে। ' খাঁটি ফ্যামিলি ম্যান রাম সকলের চোখে বেস্ট।
Jr NTR-Ramcharn: অস্কার জয় 'নাটু নাটু'র, বিশ্বের দরবারে দেশি পোশাকে 'টুইনিং' রামচরণ-জুনিয়র এনটিআরের
ছোট থেকে বড় মানুষের আপদে বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে সে৷ ধারাবাহিকে এই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে নায়িকা ‘কৃষ্ণা’র চরিত্রে থাকছেন নন্দিনী দত্ত। এর আগে জনপ্রিয় সিরিয়াল ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে অভিনয় করেছিলেন তিনি।