মানুষ একটাই । অথচ, তাঁর বিভিন্ন রূপ । কখনও, একেবারে বাড়ির সিধেসাধা মেয়ে, যে নিজের হাতে নাড়ু করছে, পুজোর কাজ করছে । আবার প্রয়োজনে সেই নাড়ু করা হাতেই তুলে নিচ্ছেন বন্দুক, শাস্তি দিচ্ছেন অপরাধীরে । বাড়ির মেয়ে জগদ্ধাত্রী (Jagadhatri) মুহূর্তেই হয়ে উঠলেন স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার জ্যাজ । এমনই এক গল্প নিয়ে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'জগদ্ধাত্রী' (Zee Bangla New Tele Serial Jagadhatri)।
সম্প্রতি, চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে ধারাবাহিকের (New Tele Serial) প্রোমো শেয়ার করা হয়েছে । প্রোমোতে দেখা গিয়েছে, বনেদি বাড়ির মেয়ে জগদ্ধাত্রী । মা-বাবা নেই তাঁর । কাকা-জ্যাঠাদের কাছেই মানুষ । এবার বাড়ির জগদ্ধাত্রী পুজোর দায়িত্ব পড়েছে তার কাঁধে । এরই মাঝে প্রোমোতে এন্ট্রি হয় নায়কের । কিন্তু এদিকে যে, পুজোতে গঙ্গাজলই নেই । হঠাৎই, তাঁর মোবাইলে আসে একটি মেসেজ । সেখানে লেখা- গঙ্গাজল । এরপরই আসে আসল টুইস্ট । সম্পূর্ণ রূপ বদলে যায় জগদ্ধাত্রীর । সে তখন জ্যাজ, স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার । একা হাতেই কিডন্যাপারের হাত থেকে ছোট্ট শিশু ও তার মাকে বাঁচায় সে । একদিকে, পুজোর আবহ, বাজছে কাসর, ঘণ্টা, অন্যদিকে একেবারে অ্যাকশনে ভরপুর প্রোমো দেখানো হয়েছে । সেইসঙ্গে রয়েছে একেবারে দারুণ সংলাপ, ‘জগদ্ধাত্রী পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে ।’ জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অঙ্কিতা মল্লিক । আর নায়ক হলেন পরিচিত মুখ । এই সিরিয়ালের মধ্যে দিয়েই টেলি অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় ছোটপর্দায় কামব্যাক করছেন ।
আরও পড়ুন, Sreelekha Mitra's Movie : 'ভূতে বিশ্বাস করেন?', এমন প্রশ্ন কেন করলেন শ্রীলেখা মিত্র ?
ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা । তবে কবে থেকে এই ধারাবাহিক দেখা যাবে, সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে ।