পাত্রী মোটা । দেখতে এসেই নাক বেঁকিয়ে চলে গেলেন পাত্রপক্ষ । এরকম ঘটনা একবার নয়, ঘটেছে প্রায় ৩৪ বার । কার সঙ্গে ? সোহাগ । প্লাস সাইজ । তাঁর কপালে জুটছে না কোনও পাত্র । কিন্তু, এই নিয়ে তাঁর কোনও সমস্যা নেই । বরং আর পাঁচটা মেয়ের মতোই সোহাগ প্রশ্ন তুলেছে, রূপটাই কি সব ? তাঁর জীবনের গল্প শোনাতে কালার্স বাংলায় আসছে ‘সোহাগ চাঁদ’।
সম্প্রতি, ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, প্লাস সাইজের একটি মেয়ে ছাদে জামা-কাপড় মেলছে । টুকটাক হাতের কাজ করছে । সেইসঙ্গে বেশ কয়েকটা প্রশ্ন তুলেছেন । আর তাঁর প্রতিটা প্রশ্নে রয়েছে অভিমানের সুর । সোহাগ বিয়ের যোগ্য মেয়ে । তবে ৩৭ জন পাত্র তাঁকে নাকচ করেছে তাকে । কারণ সে মোটা । সোহাগও আর পাঁচটি মোটা মেয়ের মতো প্রশ্ন তুলেছে রূপটাই কি সব? ভিতরের মানুষটিকে দেখার চোখ কি কারও নেই ? তবে সে স্বপ্ন দেখে, তাঁর জন্য কেউ রয়েছে, যে তাঁর ভিতরের মানুষটিকে খুঁজে নেবে । সোহাগের স্বপ্ন কি পূরণ হবে ? তার জন্য অপেক্ষা করতে হবে ধারাবাহিক সম্প্রচারিত হওয়া পর্যন্ত ।
সোহাগের চরিত্রে অভিনয় করছেন অন্বেষা চক্রবর্তী । ২০১৯ সালে মিস প্লাস সাইজ বিউটি পেজেন্ট জিতে ছিলেন অন্বেষা । সেই অন্বেষাই হচ্ছেন সোহাগ । নিজের জীবনের গল্প শোনাবেন । কবে থেকে ধারাবাহিক সম্প্রচারিত হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি ।