যে কোনও ধারাবাহিকে নায়ক-নায়িকার গল্পের শুরুতে থাকে প্রেম । তারপর, অনেক দূর জল গড়িয়ে বিচ্ছেদও হয় । কিন্তু, জি বাংলার নতুন ধারাবাহিকের প্রোমো দেখাল অন্য এক কাহিনী । যেখানে স্বামী-স্ত্রী অর্থাৎ ধারাবাহিকের নায়ক-নায়িকার প্রেম শুরু 'বিচ্ছেদে'। নতুন ধারাবাহিকের নাম 'সোহাগ জল'। নায়ক-নায়িকার ভূমিকায় শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনা ।
সম্প্রতি, জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে । সেখানেই দেখা গেল 'দূরে গিয়েও কাছে আসার' গল্প বলতে চলেছেন শ্বেতা ও হানি । বাড়ির আদরের বৌমা জয়ী । সবার প্রতি তাঁর খেয়াল । বাড়ির সবাই তাঁকে চোখে হারায় । কিন্তু, স্বামী শুভ্রর সঙ্গে সম্পর্ক একেবারেই আলগা সুতোর মতো । দু'জনের বিচ্ছেদ হয়েছে । আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে জয়ী । কিন্তু, বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগের দিনও শ্বশুর মশাইকে বারবার চা করে দেওয়া, শাশুড়িকে খয়ের ছাড়া পান সেজে দেওয়া, ননদকে গরম জল করে দেওয়া...সবটা হাসিমুখে করে জয়ী । কিন্তু, যাওয়ার আগে জয়ীকে আটকানোর চেষ্টা করে শুভ্র । সফল হয় না ঠিকই । কিন্তু, প্রোমোর শেষ যেন ইঙ্গিত দেয়, দূরে গিয়েই কাছে আসবে তাঁরা । শুরু হবে নতুন পথচলা ।
ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও হানি বাফনা । জানা গিয়েছে, খুব শীঘ্রই 'লালকুঠি' শেষ হবে । তার জায়গায় আসবে নতুন ধারাবাহিক 'সোহাগ জল' । তবে, কবে থেকে নতুন ধারাবাহিক সম্প্রচারিত হবে, তা এখনও জানানো হয়নি । অন্যদিকে, 'যমুনা ঢাকি'-র রুবেল দাসেরও নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু' আসছে জি বাংলায় । দু'জনেরই নতুন ধারাবাহিক শুরু হচ্ছে একই চ্যানেলে । উল্লেখ্য, শ্বেতাকে দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রজাপতি’সিনেমায় দেখা যাবে ।