একের পর এক ধারাবাহিক যেমন বন্ধ হচ্ছে, তেমনই নতুন সিরিয়ালেরও লাইন লেগে গিয়েছে । একের পর এক প্রোমো সামনে আনছে জি বাংলা । বাদ যাচ্ছে না স্টারও । শুভ বিবাহ-এর পর আরও এক নতুন ধারাবাহিকে ঝলক প্রকাশ্যে আনল স্টার । ধারাবাহিকের নাম তেঁতুলপাতা । টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকের নায়ক নাকি গৌরব চট্টোপাধ্যায় ।
১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে এনেছে স্টার জলসা । ভিডিওজুড়ে অ্যানিমেশন । একটি বাড়ি, উড়ে যাচ্ছে পাখি, বাড়ির ফটকে লেখা তেঁতুলপাতা । ব্যাক গ্রাউন্ডে বাজছে...'ইউ কাট জায়েগা সফর সাথ চলনে সে'...। ছোট্ট প্রোমো দেখেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । জানা গিয়েছে, একান্নবর্তী পরিবারের গল্প বলবে ধারাবাহিকটি । যেখানে নায়ক গৌরব চট্টোপাধ্যায় । নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে অরুণিমা ঘোষকে ।
গৌরব হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, খুব শীঘ্রই ফিরবেন তিনি । তবে, তেঁতুলপাতা নিয়ে মুখ খোলেননি অভিনেতা । জানা গিয়েছে, সিরিয়ালের জন্য লুক সেট করেছেন গৌরব । তবে, বাকি কাজ এখনও সেভাবে এগোয়নি ।