হোমডেলিভারি, হেঁশেল ছেড়েছে বহুদিন । এবার নতুন কাজে 'খুকুমণি' । এতদিন রান্নায় তাঁর হাতের জাদুতে মজেছিল দর্শক । এবার তাঁর শিল্পী হাতের ছোঁয়ায় তৈরি হবে রঙবেরঙের নানা শাড়ি, ডিজাইনার জামা কাপড় । আসছে দ্বীপাণ্বিতা রক্ষিতের ধারাবাহিক 'তুঁতে' । স্টার জলসার তরফে ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছ হয়েছে । 'খুকুমণি' শেষ হয়ে যাওয়ার পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি দ্বীপাণ্বিতাকে । এবার তুঁতে হয়ে ফিরছেন তিনি । তাঁর সঙ্গী 'খেলাঘর'- এর শাণ্টু । এবার নতুন জুটি পেতে চলেছে বাংলা ।
প্রোমোতে দেখা হিয়েছে, গ্রামের মেয়ে তুঁতের স্বপ্ন নামী ফ্য়াশন ডিজাইনার হওয়ার । গ্রামের সবাই বলে তাঁর হাতে জাদু রয়েছে । পুরোনো শাড়ি কেটে নিমেষে পোশাক বানিয়ে তাক লাগিয়ে দেয় তুঁতে । কিন্তু, সৎ মা-র জন্য একদিন চলে যেতে হয় শহরে । লাহা বাড়িতে কাজের জন্য সৎ মা টাকা নিয়েছেন । প্রথমে তা না জানলেও, পরে তুঁতে জানতে পারেন, লাহা বাড়িতে তাঁর পরিচয় পরিচারিকা । কিন্তু, তাঁর চোখে যে স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া । কিন্তু, লাহিড়ি ম্যানসনে এসে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে না তো? নাকি সবসময় পাশে পাবেন হিরো সৈয়দ আরেফিনেকে ? প্রশ্নের উত্তর তো ধারাবাহিক সম্প্রচারের পরই পাওয়া সম্ভব ।
কবে থেকে দেখা যাবে এই ধারাবাহিক ? সম্প্রচারের সময়, দিনক্ষণ সম্পর্কে কিছুই বলেনি চ্যানেল কর্তৃপক্ষ । কানাঘুষো খবর,প্রাইম টাইমেই এই মেগা দেখানো হবে । আর নতুন মেগার এন্ট্রিতে কোন পুরনো মেগার পথ শেষ হয়ে যায়, কোন স্লটে নিয়ে আসা হয় ধারাবাহিককে, সেটা দেখার অপেক্ষায় দর্শকরা ।