বড়সড় টুইস্ট আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'আলতা ফড়িং' । ব্যাঙ্কবাবুর মৃত্যু আর ফড়িংয়ের জীবনে গঙ্গারামের এন্ট্রি হতে চলেছে । ধারাবাহিকের নতুন প্রোমো অন্তত সেরকমই বলছে । যেখানে দেখা যাচ্ছে, বিসর্জন দিতে গিয়ে নদীতে তলিয়ে যাচ্ছে অভ্র । ফড়িং তাঁর ব্যাঙ্কবাবুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় । তখনই এন্ট্রি হয় গঙ্গারাম খ্যাত অভিষেক বসুর । যা দেখে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ধারাবাহিকের দর্শকদের মধ্যে যে তাহলে কি অভ্র-ফড়িংয়ের পথ চলা কি এখানেই শেষ ? অভ্রর জায়গায় ফড়িংয়ের জীবনে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র ?
সম্প্রতি খবর ছড়িয়েছিল, ধারাবাহিক থেকে নাকি বিদায় নিতে চলেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় । আর অভ্রর চরিত্রে নাকি এবার থেকে দেখা যাবে ‘গঙ্গারাম’-এর অভিষেক বসুকে । এই বিষয়ে অর্ণবই নিজেই জানিয়ে দিয়েছিলেন,এমনটা হচ্ছে না । তিনি জানিয়েছিলেন, অভিষেক আসছেন নতুন চরিত্রে । কারও পরিবর্তে দেখা যাবে না তাঁকে । সেক্ষেত্রে একটা বিষয়ে নিশ্চিত , ফড়িং আর অভ্রর জুটি ভাঙছেন না । তবে তাঁদের জীবনে এই নতুন চরিত্রের ভূমিকা কী হবে, সেই বিষয়ে এখনও জানা যায়নি । তা জানার জন্য 'আলতা ফড়িং'-এর আগামী পর্বে চোখ রাখতে হবে ।
টিআরপি তালিকায় বেশ কয়েক সপ্তাহ এক থেকে চারের মধ্যে থাকছিল 'আলতা ফড়িং'। তবে এখন কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় পাঁচের নিচেই থাকছে এই ধারাবাহিক । ফড়িং-ব্যাঙ্কবাবুর রসায়ন, ধারাবাহিকের গল্প সেভাবে দর্শকদের আকর্ষণ করতে পারছে না । এই পরিস্থিতিতে ধারাবাহিকে নতুন টুইস্ট টিআরপি চার্টে 'আলতা ফড়িং'-এর হাল ফেরাতে পারে কি না সেটাই দেখার ।