'গোধূলি আলাপ' ধারাবাহিকে (Tele Serial Godhuli Alap) অরিন্দম ও নোলকের রোম্যান্স দেখতে উদগ্রীব হয়ে রয়েছেন দর্শকরা । কিন্তু, রোম্যান্স তো দূরস্ত, নোলক নিজেই অরিন্দমের বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা শুরু করে দিয়েছে । ধারাবাহিকে এখন সেরকমই দেখানো হচ্ছে । তবে নিরাশ হবেন না, সম্প্রতি, ধারাবাহিকের প্রোমো (New Promo in Godhuli Alap) কিন্তু একেবারে অন্য কথা বলছে । ৮ অগাস্ট থেকে নতুন সময়ে একেবারে নতুন চমক নিয়ে আসছে 'গোধূলি আলাপ ।'
প্রোমো বলছে, খুব শীঘ্রই নোলককে নিজের মনের কথা, তাঁকে ভালবাসার কথা জানাবেন অরিন্দম । কীভাবে ? প্রোমোতে দেখা যাচ্ছে, নোলকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে কয়েকজন গুণ্ডা । তারপরেই অজ্ঞান হয়ে যায় নোলক । কিন্তু, জ্ঞান ফিরতেই সে আর অরিন্দমকে চিনতে পারে না । কিন্তু, সবটাই আসলে নাটক করবে নোলক বহুরূপী । যতক্ষণ না পর্যন্ত অরিন্দম নিজের মুখে তাঁকে ভালবাসার কথা স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত এই নাটক চালিয়ে যাবে সে । এই প্রোমো প্রকাশ্যে আসতেই খুশি দর্শকরা ।
কৌশিক সেন এবং সমু সরকারের অসমবয়সি এই প্রেমের গল্পে মজেছেন দর্শকরা । তবে টিআরপি তালিকায় খুব বেশি সাড়া না ফেললেও ওটিটি প্ল্যাটফর্মে দারুণ জনপ্রিয় এই ধারাবাহিক । এদিকে, সময় পালটাচ্ছে ‘গোধূলি আলাপ’-এর । আগামী সোমবার থেকে রাত ১০.৩০টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক ।