'নিম ফুলের মধু' অল্প দিনেই দর্শকদের পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে। ধারাবাহিকে সৃজন-পর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মা। বিয়ে হয়ে দত্তবাড়ি আসার আগে থেকেই শাশুড়ি কৃষ্ণার অপছন্দের পাত্রী পর্ণা। সৃজন ওরফে 'বাবু'কে চোখে হারায় তাঁর মা। সম্প্রতি পছন্দের মেয়ের সঙ্গে ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন 'বাবুর মা'। স্বামীর দ্বিতীয় বিয়ে আটকাতেই একেবারে যোগিনী রূপে হাজির পর্ণা৷ বৌমাকে রুদ্র বেশে দেখে চিনতে না পেরে শাশুড়ি জিজ্ঞেস করলেন “কী চান?” উত্তরে সেই ভেকধারী প্রথম বৌমা বলে উঠল, “তোর বাবুকে”।
দর্শকরা জানেন সৃজনের সাথে পর্ণার বিয়ে না হলে মৌমিতার বোন তিন্নির সাথেই বিয়ে হত সৃজনের। পর্ণা অফিসের কাজে বাইরে যেতেই, এই কাণ্ড ঘটায় সৃজনের মা। এই প্রোমো এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ' গল্পের গরু গাছে উঠেছে' অভিযোগ আসছে এমনও। পাশাপাশি শুরু হয়েছে দেদার ট্রোলিং৷