ধারাবাহিকের টিআরপি (Tele Serial TRP) তালিকায় টপারের জায়গা তো কেড়ে নিয়েছে 'গৌরী এলো' (Gouri Elo) । কিন্তু, নন-ফিকশন শোগুলির (Non-fiction show) কী হাল ? কে প্রথম হল শেষ পর্যন্ত ? 'দিদি নম্বর ওয়ান'(Didi No 1), 'সারেগামাপা' (Saregamapa) নাকি 'ডান্স ডান্স জুনিয়র ৩' (Dance Dance Junior season 3)? এসপ্তাহে সেরার সেরা হয়েছে সেই দিদি নম্বর ১ । নন ফিকশন শো-তেও সেই প্রথম জায়গা ধরে রাখল জি বাংলা । রচনার ঝুলিতে ৫.১ পয়েন্ট । সানডে ধামাকা রচনাকে আরও একবার এনে দিল সেরার সেরা তকমা ।
৪.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল 'সারেগামাপা'। অন্যদিকে, এ সপ্তাহে পয়েন্ট বেড়েছে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’-এর । শো-তে কোয়েলের এন্ট্রি ভাল টিআরপি দিয়েছে শো-কে । ৪.১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বরে এই রিয়েলিটি । চতুর্থ অর্থাৎ একেবারে শেষে রয়েছে 'রান্নাঘর'। সুদীপার ঝুলিতে মোট ১ পয়েন্ট ।
আরও পড়ুন, Srijit Mukherji: ইন্ডাস্ট্রিতে সৃজিতের এক যুগ পার, সোশ্যাল মিডিয়ায় আবেগের বন্যা
উল্লেখ্য, জি বাংলায় খুব শীঘ্রই আসতে চলেছে নতুন নন-ফিকশন শো 'ঘরে ঘরে জি বাংলা'। সেখানে সঞ্চালকের দায়িত্বে ইন্দ্রাণী হালদার । এবার বাড়ি বাড়ি গিয়ে খেলবে ও উপহার জেতার সুযোগ দেবে জি বাংলা ।