'মোহদীপ' অনুরাগীদের জন্য সুখবর । ছোটপর্দায় ফিরছে সোনামণি-প্রতীকের (Pratik-Sonamoni) জুটি । নতুন কোনও ধারাবাহিক নয়, 'সোনামণি'-র 'এক্কা-দোক্কা'-তে (Ekka Dokka) দেখা যাবে প্রতীক সেনকে (Pratik Sen) । এখন প্রশ্ন রাধিকা-পোখরাজের জুটি কি তাহলে পাকাপাকিভাবে ভাঙতে চলেছে ? না, সেরকম কিছু হচ্ছে না । দু'জনের সম্পর্ক জোড়া লাগাতেই নাকি এন্ট্রি হচ্ছে প্রতীক সেনের ।
ধারাবাহিকে দেখা যাচ্ছে, ডাক্তার কুশল মজুমদার মিথ্যে অপবাদ মুক্তি পেয়েছেন । অন্যদিকে, পোখরাজের সঙ্গে ডিভোর্সের পর নতুন করে জীবন শুরু করতে চাইছে রাধিকা । অন্য হাসপাতালে শিক্ষানবিশ হিসেবে চাকরিতে যোগ দেবে সে । সেখানেই ডা: গুহ-র সঙ্গে দেখা হবে রাধিকার । এই ডা:গুহ-র চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন । তবে, সম্পর্ক ভাঙতে নয়, জোড়া লাগাতে আসছেন ডা:গুহ । দীর্ঘদিন পর আবার সোনামণি-প্রতীককে একসঙ্গে দেখার অপেক্ষায় তাঁদের অনুরাগীরা ।
আরও পড়ুন, Trina Saha: টাকা না দিলে নগ্ন ছবি ভাইরাল করার হুমকি অভিনেত্রী তৃণা সাহাকে
মোহর ধারাবাহিকে জনপ্রিয় হয়েছিল মোহর-শঙ্খ-র জুটি । শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও নাকি তাঁদের রসায়ন বেশ গাঢ় । যদিও, তাঁরা এই বিষয়ে কিছুই জানাননি । মোহর শেষ হওয়ার পর ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে ফেরেন সোনামণিকে। জুটি বাঁধেন সপ্তর্ষি মৌলিকের সঙ্গে । অন্যদিকে একই চ্যানেলে ‘সাহেবের চিঠি’-তে প্রতীকের বিপরীতে দেখা যায় দেবচন্দ্রিমাকে । তবে, মাত্র ৬ মাসেই ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে ।