সিরিয়াল মানেই তাতে কোনও নাটকীয় মোড় থাকবে না, বড় বড় টুইস্ট থাকবে না তা কী হয় । টিআরপির লড়াইয়ে যে প্রথম হতে হবে । মানুষের মনে কতটা জায়গা করে নিতে পেরেছেন টেলি অভিনেতা-অভিনেত্রীরা, টিআরপি থেকেই তা বোঝা যায় । কিন্তু, গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে, ক্রমশ টিআরপি কমছে জি বাংলা জগদ্ধাত্রী ধারাবাহিকে । একটাসময় কিন্তু, দিনের পর দিন বাঙালির ড্রয়িংরুমে রাজ করেছে এই ধারাবাহিক । টানা কয়েক সপ্তাহ 'বেঙ্গল টপার' ছিল জগদ্ধাত্রী । বর্তমানে জ্যাস, স্বয়ম্ভূদের কখনও চারে, কখনও পাঁচে দেখা যাচ্ছে । টিআরপি বাড়াতে একের পর এক টুইস্ট আনছেন নির্মাতারা । তবে, গীতা, ফুলকি, পর্ণার জনপ্রিয়তার কাছে ফিকে পড়ছে জ্যাসের অ্যাকশন । পুরনো ফর্মে ফিরে যেতে সম্প্রতি আরও একটা বড়সড় মোড় ঘোরান পর্ব আনতে চলেছেন নির্মাতারা । সম্প্রতি, ধারাবাহিকের প্রোমো এল প্রকাশ্যে ।
জি বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, আবারও বিয়ে করেছে উৎসব । মেহেন্দি নিজে বরণ করছে তার সতীনকে । উৎসবকে বাঁচাতেই মনে পাথর চাপিয়ে তার দ্বিতীয় বিয়েতে সায় দিয়েছে মেহেন্দি । কিন্তু, সব মুশকিলের আসান কিন্তু জগদ্ধাত্রী । বোন মেহেন্দীকে তার অধিকার ফিরিয়ে দেওয়া এবার তার কাছে নয়া চ্যালেঞ্জ । প্রোমোতে দেখা গেল, মেহেন্দীর পাশে দাঁড়িয়ে জগদ্ধাত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সংসার তার বোনেরই থাকবে । নতুন লড়াইয়ে কি সফল হবে জ্যাস, তা জানতে আগামী পর্বগুলির দিকে চোখ রাখতে হবে ।
জি বাংলায় প্রতিদিন সন্ধে সাতটায় সম্প্রচারিত হয় জগদ্ধাত্রী । জ্যাস সান্যালের ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিককে । স্বয়ম্ভূর চরিত্রে নজর কেড়েছেন সৌম্যদীপ মুখোপাধ্যায় । উৎসবের চরিত্রে অর্ক চক্রবর্তী, মেহেন্দির চরিত্রে অভিনয় করছেন ঋতু রাই ।