জি বাংলায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক । ফের নতুন জুটি । তবে, দু'জনেই ভীষণ চেনা মুখ । রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্য । আগেই জানা গিয়েছিল , এই নতুন জুটিকে খুব শীঘ্রই নতুন কোনও ধারাবাহিকে দেখা যাবে । এবার প্রকাশ্যে এসে গেলে ধারাবাহিকের প্রোমো ।
গ্রামের মেয়ে শ্বেতা আর শহুরে বড়লোক বাড়ির ছেলে রণজয়ের মধ্যে প্রেম নিয়ে ধারাবাহিকের গল্প এগোবে । তা প্রোমো দেখেই স্পষ্ট । সিরিয়ালের নাম- কোন গোপনে মন ভেসেছে। প্রোমোতে দেখ গেল, এক গ্রামের মেয়েকে । প্রথম একা শহরে আসছে সে । কিন্তু, ট্রেনে ঘুমিয়ে পড়ায় চুরি হয়ে যায় তাঁর ব্যাগ । হারিয়ে যায় গন্তব্যের ঠিকানা । শুধু মনে থেকে যায় জায়গার নাম ও আর যাঁর সঙ্গে দেখা করবেন, তার নাম । কিন্তু, হাতিবাগান চত্বর ঘুরেও সেই লোকটির খোঁজ পায় না সে । উল্টে, খারাপ লোকের পাল্লায় পড়ে । কোনও মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে গিয়েই দেখা হয় যায় নায়কের সঙ্গে ।
গাড়িতে চড়ে এন্ট্রি হয় রণজয়ের । দু'জনের এই 'হঠাৎ দেখা' কোন দিকে মোড় নেবে , শুরু হবে কি নতুন গল্পের ? নতুন জুটির অনস্ক্রিন রসায়ন দেখতে বেশ উৎসাহী দর্শকরা ।