ধারাবাহিকে তাঁরা দেওর-বৌদি । কিন্তু, বাস্তব জীবনে নাকি প্রেম করছেন 'মন দিতে চাই'-এর জয়রাজ ও তিতির । টলিপাড়ায় এই গুঞ্জন বহুদিন ধরেই । কিন্তু,প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি অরুণিমা ও রব । এবার দিদি নং ওয়ান-এসে সব ফাঁস করে দিলেন ঠাম্মি অর্থাৎ অনামিকা সাহা । তবে কি রব-অরুণিমার সম্পর্কে শিলমোহর পড়েই গেল ?ইতিমধ্যেই এপিসোডটি সম্প্রচারিত হয়েছে । সেখানে অরুণিমার প্রেমজীবন নিয়ে কী বললেন অনামিকা, জেনে নিন ।
সম্প্রতি, জি বাংলার তরফে একটি এপিসোডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, নায়িকা অরুণিমার সঙ্গে মজায় মেতে ওঠেন রচনা বন্দ্যোপাধ্যায় । প্রেমজীবন নিয়ে অভিনেত্রীকে প্রশ্নও করেন রচনা । কিন্তু, উত্তর দেন ঠাম্মি অনামিকা সাহা । তিনি জানান, অরুণিমা কারও সঙ্গে ফোনে কথাও বলে না, আবার কেউ নিতেও আসে না । তবে, মনের মানুষটি হয়তো কাজের জায়গাতেই রয়েছেন । আর এটা শুনেই হেসে ফেলেছেন সকলে । অর্থাৎ 'মন দিতে চাই' ধারাবাহিকের সেটেই যে অরুণিমা মন দিয়ে ফেলেছেন, তা একপ্রকার আকারে-ইঙ্গিতে স্পষ্ট । কিন্তু, সেই মানুষটা রব নাকি অন্য কেউ, তা এখনও জানা যায়নি ।
উল্লেখ্য, মন দিতে চাই ধারাবাহিকে বড়সড় টুইস্ট আসতে চলেছে । দোয়েলকে আর দেখা যাবে না সিরিয়ালে । অর্থাৎ শ্রীতমা মিত্রের জার্নি শেষ । অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেকথা । দেড়বছরের সফরকে খুব বেশি মিস করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী ।