বাংলা টেলিভিশনে প্রথমবার মহিষাসুরমর্দিনী হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) । কিছুদিন আগেই এখবর প্রকাশ্যে এসেছিল । একইসঙ্গে অভিযোগ উঠেছিল,মহালয়ার (Mahalaya) প্রোমোশনে জনপ্রিয় বাংলা গানের লাইন 'টাপা টিনি' (Tapa Tini) ব্যবহার করেছে সংশ্লিষ্ট চ্যানেল । বাণিজ্যিক বাংলা গানের সঙ্গে দেবীর নাম জুড়ে দেওয়ায় শুরু হয় বিতর্ক । এবার এই বিষয়েই মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানিয়েছেন, পুরো বিষয়টাই ফেক । যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটা ভুয়ো । কালার্স বাংলার মহিষাসুরমর্দিনীর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, "এভাবে দুই জিনিসকে এক করে বিতর্ক তৈরি করার ঘটনাটি খুবই দুঃখজনক।" মূলত, যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে 'ইনি বিনি টাপা টিনি… মহিষাসুরমর্দিনী' লাইনটি এডিট করে বসানো হয়েছে । যার জেরে তৈরি হয় বিতর্ক ।
আরও পড়ুন, Tele Serial Godhuli Alap : জন্মাষ্টমীতে নোলককে হারতে না দেওয়ার শপথ অরিন্দমের, নতুন প্রোমোতে চমক
টেলিভিশন চ্যানেলগুলির মহালয়ায় কে দুর্গা হচ্ছেন, এই নিয়ে প্রত্যেকবারই মানুষের কৌতূহল থাকে তুঙ্গে। এবারও রয়েছে । আর সেখানেই এবার বড়সড় চমক এনেছে কালার্স বাংলা (Colors Bangla) । এই প্রথমবার মহিষাসুরমর্দিনীরূপে টেলিভিশনে পাওয়া যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে ।