টেলি তারকাদের উপার্জনের অন্যতম বড় মাধ্যম গ্রাম বাংলার বিভিন্ন মাচা, স্টেজ শো। ঘরে ঘরে ধারাবাহিকের জনপ্রিয়তা সেখানে আরও বেশি। এমনই এক অনুষ্ঠানে খানাকুলে গিয়েছিলেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। তাঁকে দেখে স্বভাবতই ভিড় জমতে শুরু করে। শুরু হয় সেলফি তোলার হিড়িকও। অভিনেত্রী জানিয়েছিলেন, একটি ফোনেই সকলের সঙ্গে ছবি তুলবেন তিনি। এরপর মঞ্চেও ওঠেন রুকমা, সেখানেই ছন্দপতন। উদ্যোক্তারা রুকমাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন বলে অভিযোগ।
রুকমার উদ্দেশে, উদ্যোক্তাদের একজন বলেন, 'এটা ব্যক্তিগত বিজ্ঞাপনের জায়গা নয়, গান গাওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে।' এরপরই তাঁকে নামিয়ে দেওয়া হয় মঞ্চ থেকে। অভিনেত্রী অপেক্ষা করেছিলেন, হয়ত উদ্যোক্তারা ভুল বুঝবেন। কিন্তু তাঁকে বেরিয়ে যেতে বলা হয়। এরপরই ফিরে আসেন রুকমা।