এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। 'যমুনা ঢাকি' ধারাবাহিকে অভিনয় করতে করতে রিল রিয়েল লাইফ মিলেমিশে হয়েছে একাকার। কখন যে দু'জন দুজনের প্রেমে পড়ে গিয়েছেন বুঝেই উঠতে পারেননি। এই প্রেমের পর নাকি অভিনেতা রুবেল দাসের জীবনটা অনেকটাই বদলে গিয়েছে। আনন্দবাজার অনলাইনকে রুবেল জানান, আগের থেকে অনেক বেশি দায়িত্ববান হয়েছেন তিনি, জীবনে এসেছে শৃঙ্খলা। এখন অনেকটাই স্থিতিশীল তাঁর জীবন।
Today's Gold And Silver Price: সপ্তাহ শেষে স্বস্তি, সামান্য কমল সোনার দাম, শনিবারের দর কত?
শ্বেতার জীবন প্রসঙ্গেও রুবেল জানান, অনেক কষ্ট করে বড় হয়েছে সে। রুবেলের কথায়, ''লড়াইয়ের গল্প শুনলে আরও বেশি করে ভালবাসতে ইচ্ছা হয় ওকে। কারণ একটা মেয়ে যে ভাবে নিজেকে দাঁড় করিয়েছে, সঙ্গে পরিবারকে সামলিয়েছে, তা সত্যিই অভাবনীয়। শ্বেতাকে পেয়ে আমি খুশি।” তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই, মন দিয়ে কাজ করে যেতে চান তারা৷ এই মুহূর্তে শ্বেতা অভিনয় করছেন 'সোহাগ জল' ধারাবাহিকে, রুবেল অভিনয় করছেন 'নিম ফুলের মধু' ধারাবাহিকে।