'বয়সের নাম সেতো প্রেমেরই গোলাম, যদি ভালো-টালো কেউ বাসে।' আজও মানুষের মুখে মুখে ফেরে বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় গান। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য, এবং তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। তাঁদের কেমিস্ট্রি বেজায় মনে ধরেছিল দর্শকদের। তারপর থেকে দুজনের কাউকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি। ৯ বছর পর আবার ফিরছে এই পুরোনো জুটি।
Nandini-Smart Didi: এবার বড় পর্দায় অভিষেক স্মার্ট দিদি নন্দিনীর, তবে কি বন্ধ হয়ে যাবে ভাতের হোটেল?
'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালের পর আর একসঙ্গে তাঁদের পর্দায় দেখা যায়নি। তবে দু'জনের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট। পুরোনো বন্ধুর সঙ্গে কাজ করতে পারার খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে নীল লেখেন, “আমরা আবার ফিরছি ৯ বছর পর। আমাদের কি আপনারা মিস্ করেছেন?”