সদ্য 'সারেগামাপা'-এ (Saregamapa) চ্যাম্পিয়ন হয়েছে পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) । তাঁর মধুর কণ্ঠ জাদু ছড়িয়েছে বাংলার প্রতিটি কোণায় । কিন্তু, কণ্ঠ মধুর হলেও পদ্মপলাশ আদতে নাকি বড় 'খিটখিটে' স্বভাবের । 'দিদি নম্বর ওয়ান' এমনই অভিযোগ শোনা গেল পদ্মপলাশের স্ত্রীয়ের গলায় । যা শুনে হতবাক খোদ রচনাও ।
জি বাংলার তরফে 'দিদি নম্বর ওয়ান'-এর (Didi no 1) একটা প্রোমো শেয়ার করা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, 'পদ্মপলাশ'এর বিরুদ্ধে তাঁর স্ত্রী অভিযোগ জানাচ্ছে রচনাকে । 'সারেগামাপা' চ্যাম্পিয়ানের স্ত্রীকে বলতে শোনা গেল,' খুবই খিটখিটে । কোনও রান্না করে নিয়ে গেলে, কেমন হয়েছে সেটা বলে না ।' স্ত্রীর অভিযোগ শুনে পাশে দাঁড়িয়ে তখন মুচকি হাসছে পদ্মপলাশ । উত্তরে স্ত্রীয়ের রান্না নিয়ে খুনসুটি করতেও ছাড়লেন না গায়ক ।
আরও পড়ুন, Hiramandi Controversy : এবার 'হীরামণ্ডী', ফের ইতিহাস বিকৃতির অভিযোগ সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে
সারেগামাপা-এ অস্মিতা করের সঙ্গে যৌথভাবে বিজয়ীর ট্রফি হাতে উঠেছে পদ্মপলাশের । সম্প্রতি, নতুন গাড়িও কিনেছেন । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন । প্রথমবার বিদেশ ট্যুরে বেরিয়েছেন পদ্মপলাশ । তাই গোটা বিষয়টি নিয়ে খুবই উৎসাহিত গায়ক ।