শনি-রবি রাত সাড়ে ৯টা বাজলেই বাঙালির ড্রয়িংরুম থেকে ভেসে আসত গানের সুর । বাংলা, হিন্দি হোক কিংবা লোকসঙ্গীত...প্রায় আট মাস ধরে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতিয়ে রেখেছিল 'সারেগামাপা' (Saregamapa Finale)। গানের এই রিয়্যালিটি শোয়ের জার্নি শেষ হল রবিবার । গ্র্যান্ড ফিনালে-তে ৬ জন প্রতিযোগীর গানের লড়াইয়ে অবশেষে সেরার মুকুট ছিনিয়ে নিলেন দু'জন । বিচারকদের বিচারে 'সারেগামাপা' (Saregamapa Finale)-এ এবারের সিজনে প্রথম হলেন পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) এবং অস্মিতা কর (Ashmita Kar) ।
গানের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রইলেন অ্যালবার্ট কাবো । তবে, তাঁর ঝুলিতে এসেছে ভিউয়ারস চয়েস পুরস্কার। তৃতীয় হয়েছেন সোনিয়া গ্যাজম । চতুর্থ এবং পঞ্চম স্থানে শেষ করেন ঋদ্ধিমান বিশ্বাস এবং বুলেট বিমান সরকার। সন্ধ্যা ৭.৩০ থেকে গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান শুরু হয় । এদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমার শানু এবং সোনু নিগম । ৬ জন ফাইনালিস্টের গান শোনার পাশাপাশি দুই অতিথি বিচারকের পারফরম্যান্স ছিল উপরি পাওনা ।
আরও পড়ুন, Dev-Byomkesh-Rahul: 'ব্যোমকেশের চরিত্রে দেব বাঙালির কাছে হাসির খোরাক', রাহুলের পোস্ট ঘিরে হইচই
'সারেগামাপা'-এর জায়গায় এবার থেকে দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স' । ১১ ফেব্রুয়ারি থেকে শনি-রবি রাত সাড়ে ৯টায় শুরু হচ্ছে নাচের এই রিয়্যালিটি শো । বিচারকের আসনে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী ও মৌনী রায় । সঞ্চালনার দায়িত্বে অঙ্কুশ হাজরা । আর মহাগুরু মিঠুন চক্রবর্তী এবারের শোয়ের বড় চমক ।