টলিউডের বাতাসে ফের বিচ্ছেদের গুঞ্জন । সেইসঙ্গে নতুন সম্পর্কের কানাঘুষো । সম্পর্কের টানাপোড়েনে রোহন-সৃজলা-শন ?
বিষয়টা হল টলিউডে জোর গুঞ্জন, রোহন ভট্টাচার্যের (Rohan Bhattacharjee) সঙ্গে সম্পর্ক ভেঙেছে সৃজলার (Srijala Guha) । কারণ কী জানেন ? শোনা যাচ্ছে, পর্দার বাইরে বাস্তবেও একে অপরকে মন দিয়ে ফেলেছেন 'মন ফাগুন' (Mon Phagun)-এর ঋষি-পিহু ওরফে শন (Sean Banerjee) ও সৃজলা । আর তাতেই রোহনের সঙ্গে দূরত্ব অনেকটা বেড়ে গিয়েছে সৃজলার ।
স্টার জলসার পুরস্কার মঞ্চে শন-সৃজলার পারফরম্যান্সে ঋষি-পিহু নয়, শন-সৃজলার রোম্যান্সেরই গন্ধ পেয়েছেন দর্শকরা । সেই থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন টলিপাড়ার আনাচে-কানাচে । সম্প্রতি, জন্মদিন সেলিব্রেট করতে গোয়া গিয়েছেন শন বন্দ্যোপাধ্যায় । শোনা যাচ্ছে, শনের জন্মদিনে যোগ দিতে নাকি গোয়া উড়ে গিয়েছেন সৃজলাও !
এই বিষয়ে রোহন ভট্টাচার্য কী বলছেন ? এক অনলাইন পোর্টাল সংস্থাকে রোহন জানিয়েছেন, তাঁর কানেও এসেছে খবরটি । কিন্তু তিনি অবাক হননি । পাঁচ বছর আগে ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-র নায়ক-নায়িকা ছিলেন তিনি আর স্বস্তিকা দত্ত । তখনও গুঞ্জন ছড়িয়েছিল । অভিনেতার কথায়, সেইসময় না বুঝে অশান্তি করেছিল সৃজলা । আজ সৃজলা বুঝতে পারছে ।
অভিনেতা জানিয়েছেন, তিনি এখন যতটা পারছেন মাকে সময় দিচ্ছেন । আর ওয়েব সিরিজে মন দিয়েছেন । সৃজলা এখন খুব ব্যস্ত সিরিয়াল নিয়ে । অভিনেতার গলায় অভিযোগের সুর । অভিনেতার কথায়, বিচ্ছেদের খবর স্পষ্ট নয় ঠিকই । তবে সৃজলার সঙ্গে যে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছে, তা তাঁর কথাতে একরকম স্পষ্ট ।