ধারাবাহিকের গল্পের গরু গাছে উঠলেই ট্রোল করতে ছাড়েন না দর্শকেরা। পান থেকে চুন খসলেই সোশ্যাল মিডিয়া ভেসে যায় মিম বন্যায়। এবার দর্শকদের আতস কাঁচের তলায় 'গুড্ডি' ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে গুড্ডি এবং যুধাজিতের বিয়ের ট্র্যাক। এদিকে বিয়ের দিনই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বসে অনুজ। স্যরজিকে বাঁচাতে মণ্ডপ ছেড়ে ছুটে যায় গুড্ডি। এদিকে সিরিন নাকি অনুজের সন্তানের মা হতে চলেছে।
অতঃপর ধারাবাহিকের মোড় ঘুরিয়ে যুধাজিতের সঙ্গেই বিয়ের আয়োজন হয়। সেখানেই গুড্ডি জানায় তাদের বিয়ের পাহাড়ি নিয়মে বর সিঁদূর পরায় না। অর্থাৎ যুধাজিতের হাতে সিঁদূর পরবে না বলেই ফন্দি আঁটে গুড্ডি। সে জানায়, সে নিজেই সিদূঁর পরবে৷ আর এই দৃশ্য নিয়ে তুমুল ট্রোল চলছে সমাজ মাধ্যমে।