শ্রুতি দাসের (Shruti Das) অনুরাগীদের জন্য সুখবর । দর্শকদের ইচ্ছায় ফের ছোটপর্দায় ফিরছেন শ্রুতি । তবে, নতুন কোনও সিনেমা বা সিরিয়াল নয়,দর্শকদের প্রিয় 'ত্রিনয়নী' (Trinayani) হয়েই ফিরছেন তিনি । তামিল (Tamil) ভাষায় রিমেক হচ্ছে তাঁর প্রথম ধারাবাহিকের । নায়িকা নিজেই সে কথা জানিয়েছেন ।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেন শ্রুতি দাস । যার ক্যাপশনে প্রথমেই লেখা, 'আপনারা চাইছিলেন আমি ফিরে আসি । এটাই আমারা ফিরে আসা ।'বাংলায় 'ত্রিনয়নী' হওয়ার পর,তার রিমেক তৈরি হয়েছে ওড়িয়ায় 'দিব্যদৃষ্টি', তেলুগুতে 'ত্রিনয়নী', ভোজপুরিতে 'ত্রিকালী', পাঞ্জাবিতে 'নয়ন' নামে । এবার তামিল ভাষায় তৈরি হতে চলেছে এই ধারাবাহিক । নাম হচ্ছে 'মারি' (Mari)। একইসঙ্গে এই ড্রিম প্রোজেক্টের সঙ্গে যাঁরা যুক্ত,তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন শ্রুতি । তবে, তামিল রিমেকে শ্রুতি অভিনয় করছেন না । উল্লেখ্য, ২০১৯ সালে 'ত্রিনয়নী'ধারাবাহিক সম্প্রচারিত হয় । শ্রুতির বিপরীতে অভিনয় করেছিলেন গৌরব রায়চৌধুরী । সেইসময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধারাবাহিক ।
আরও পড়ুন, Godhuli Alap's hindi remake : 'গোধূলি আলাপ'-এর হিন্দি সংস্করণ, স্টার ভারতে আসছে 'উমর কি সীমা'
প্রথমে 'ত্রিনয়নী', তারপর 'দেশের মাটি'...পরপর দু'টি ধারাবাহিকে কাজ করেন শ্রুতি দাস । আর দুই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে ছিলেন তিনি । কিন্তু, 'দেশের মাটি'-র পর আর কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না শ্রুতিকে । সেভাবে কাজ পাচ্ছেন না তিনি । অভিনেত্রী নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একাধিক ধারাবাহিক ও ওয়েব সিরিজের জন্য অডিশন দিয়েছেন । প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন । তিনি কবে ফিরবেন পর্দায়, এই নিয়ে দর্শকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে । এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পর্দায় ফিরে আসার সুখবর শোনালেন শ্রুতি ।