মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়- টলিপাড়ার এই তিন তাবড় অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে ছোট পর্দায়। নারীকেন্দ্রিক এই ধারাবাহিকে ফুটে উঠবে ৪ নারীর গল্প। তবে তিন জনের নাম জানা গেলেও এখনও পর্যন্ত চতুর্থ জন কে , তা জানা যায়নি। বলাই বাহুল্য ৪জন নায়িকার একাধিক নায়কও থাকবে। আপাতত প্রকাশ্যে এসেছে একজনের নাম। সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে স্নেহার বিপরীতে।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'
এর আগেও স্নেহাকে দেখা গিয়েছে মানালির সঙ্গে। মানালি, বাসবদত্তা, স্নেহা ইতিমধ্যেই ছবি, ওয়েবসিরিজে কাজ করে ফেলেছেন। এবার ছোটপর্দায় দেখা যাবে তাঁদের। শোনা যাচ্ছে, দ্রোণ নামের এক অভিনেতাকে বাছা হয়েছে। সিরিয়ালের লুক সেট হয়ে গিয়েছে। এই সপ্তাহেই শ্যুট হওয়ার কথা ধারাবাহিকের প্রোমো।