বাইশ গজ হোক বা অফফিল্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) 'দাদাগিরি' অব্যাহত। বাংলা টেলিভিশনের অন্যতম সফল রিয়েলিটি শো-তে দাদাগিরি (Dadagiri)। গ্র্যান্ড ফিনালেতেও সেরা টিআরপি নিয়ে ফিরলেন দাদা। যেন শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতালেন মহারাজ। সুপারস্টার জিতকে পিছনে ফেলে দাদাগিরির গ্র্যান্ড ফিনালের (Dadagiri Grand Finale) টিআরপি ছিল বাংলা টেলিভিশনের সেরার সেরা।
সম্প্রতি টেলিভিশনে দাদাগিরির গ্র্যান্ড ফিনাল সম্প্রচারিত হয়। সেটাই ছিল এবারের শেষ পর্বের। এই পর্বের চমক ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। প্রোমো লঞ্চ করার পর থেকেই এই শো ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল। প্রত্যেক সিজনে সৌরভ ও ডোনার দাম্পত্য জীবন নিয়ে উৎসাহ থাকে অনুরাগীদের। এবার গ্র্যান্ড ফিনালে দাদা ও বৌদিকে অনস্ক্রিনে পেয়ে আত্মহারা সৌরভ অনুরাগীরা। এই প্রথম একসঙ্গে ডোনা ও সৌরভকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। সেই নাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল। তারই প্রতিফলন উঠে এল TRP তালিকায়। দাদাগিরি সিজন ৯- গ্র্যান্ড ফিনালে TRP ছিল ৬.৯। যা সেরা দশে জায়গা পাওয়া ৭টি ধারাবাহিকের থেকে বেশি। নন ফিকশন ক্যাটাগরিতে সেরা দাদাগিরি।
আরও পড়ুন: রাজনীতির জন্য মানুষ, নাকি মানুষের জন্য রাজনীতি, প্রশ্ন রেখে যায় 'ইস্কাবন'
বিতর্কিত সময়ে দেশকে নেতৃত্ব দিয়ে স্বর্ণযুগে নিয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বদলে গিয়েছিল দেশের ক্রিকেট। বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই। লর্ডসে জার্সি খুলে দেখানোর ঔদ্ধত্য। নিজের চেনা মাঠ থেকে অচেনা মাঠে গিয়েও সফল তিনি। গ্র্য়ান্ড ফিনালের আগের দিনও দাদাগিরির টিআরপি ছিল ৫.০। জিতের সঞ্চালনায় ইসমার্ট জোড়ির টিআরপি মাত্র ৩.৩। এই দিন বন্ধ ছিল দিদি নম্বর ওয়ানের শো। রান্নাঘরের টিআরপি ছিল ১.১। এবার দাদাগিরির জায়গায় জি-বাংলায় চলছে সারেগামাপা-র নতুন সিজন।