জি বাংলায় পালা করে করে ফেরে বেশ কিছু বিখ্যাত শো। এই মুহূর্তে জি বাংলায় চলছে ‘ডান্স বাংলা ডান্স’ , এই শো শেষ হলেই ফিরবে ‘দাদাগিরি’ সিজন 10, এবারেও সঞ্চালক হিসেবে দেখা যাবে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
২০০৯ সালে সঞ্চালনায় হাতেখড়ি হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়কের। আর সেই শো প্রথম থেকেই হয়েছিল হিট। চ্যানেল সূত্রে খবর, এবার পুজোর ঠিক আগে আগে নতুন সিজন নিয়ে আসছে দাদাগিরি। আনুষ্ঠানিক ঘোষণা যদিও এখনও হয়নি, তবে জেলায় জেলায় শুরু হয়েছে অডিশান নেওয়ার পর্ব। শনি ও রবিবার রাত ৯.৩০টার স্লটে জি বাংলায় দেখা যাবে এই শো। আগের নিয়ম মেনেই সাজানো হবে শোয়ের থিম।