উৎসবের না থাকে কোনও ধর্ম, না লিঙ্গ। দীপাবলি আলোর উৎসব। সমাজের কোণে কোণে জমে থাকা অন্ধকারের বুকে মোম জ্বালিয়ে দেওয়ার দিন। এমন দিনে বিগবস ১৭ এর প্রতিযোগী অভিষেক কুমারের জন্য বিশেষ পুজো করলেন ট্রান্স কমিউনিটি।
Thanthania Kalibari: রাত পোহালেই পুজো, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে কলকাতার এই বিখ্যাত কালী মন্দিরে
রাম রাবণ বধের পর, এই দিন ফিরেছিলেন অযোধ্যায়। রামের বিজয়ের দিনে সেইসময় আলোতে, প্রদীপে সাজিয়ে দেওয়া হয়েছিল অযোধ্যা। সেরকমই অভিষেক যেন ঘরে বিগবসের ট্রফি নিয়ে ফিরে আসেন, তাই এই পুজো। রঙ্গোলি, আলোতে সাজিয়ে দেবী লক্ষ্মীর পুজো করেন তাঁরা। আরতি করতে দেখা যায় অভিষেককেও।