লোকলজ্জার ভয় কিংবা অশান্তির ভয় । এসব নানা কথা চিন্তা করে আমরা অনেকেই নিজের মনের কথা বলে উঠতে পারি না । কোনও অন্যায়ের প্রতিবাদ করতে পারি না । কিন্তু, বলতে তো ইচ্ছে হয় । এবার মনের কথা খুলে বলার সুযোগ দিচ্ছে স্টার জলসা (Star Jalsa) । আসছে নতুন শো 'আপনি কী বলেন' (Apni Ki Bolen) ।
সম্প্রতি, চ্যানেলের তরফে শো-এর একটি প্রোমো শেয়ার করা হয়েছে । প্রোমোতে, দৈনন্দিন জীবনের নানা টুকরো টুকরো সমস্যা তুলে ধরা হয়েছে । আর সব সমস্যার কথা মন খুলে বলার প্ল্যাটফর্ম দেবে স্টার জলসা । দৈনন্দিন জীবনের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা যাবে এই মঞ্চে ।
আরও পড়ুন, Shah Rukh Khan : এইট প্যাক অ্যাবে ৫৬-র শাহরুখ, 'পাঠান'-এর লুক শেয়ার করে ঝড় তুললেন নেটদুনিয়ায়
শো-এর সঞ্চালনার দায়িত্বে থাকছেন দেব শঙ্কর হালদার । কবে থেকে এই শো সম্প্রচারিত হবে, তা এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি ।